ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

মাদারীপুরে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান

মাদারীপুরের প্রধান বাণিজ্য কেন্দ্র পুরান বাজারে আগুনে পুড়ে গেছে ৫টি দোকান ও একটি মাদ্রাসার একাংশ। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও স্থানীয়রা দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বা ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা আগুন লাগার কারন এখনো জানাতে পারেনি। ব্যাবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমান হবে কোটি টাকার বেশি।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পুরান বাজারের করাচী বিড়ি রোডে সুমন মাইক সার্ভিস নামের একটি দোকানে আগুন দেখা যায়। মুহুর্তেই আগুন পাশের ৩ টি লেপতোষকের দোকান ও একটি হার্ডওয়ারের দোকানে ছড়িয়ে পরে এবং দোকান সংলগ্ন একটি মাদ্রাসার একাংশ পুড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে মাদারীপুর ফায়ার সার্ভিসে দুটি ইউনিট আগুন নিভানোর কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা দেখে পরে মাদারীপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ শরীয়তপুর ফায়ার সার্ভিসের টিমকে খবর দিলে শরীয়তপুর থেকে ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানাতে পারেনি। ব্যাবসায়ীদের দাবি আগুনে ক্ষয়ক্ষতির পরিমান হবে কোটি টাকার বেশি।

ads

Our Facebook Page